বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে শহরবাসী ইহুদিবাদীদের সমাবেশ।
২৭ জুলাই ২০২৫ - ০৫:২৮
News ID: 1711762
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সয়ং ইহুদিবাদীরাও তেল আবিবের রাস্তায় নেমে আসে এবং শাসকগোষ্ঠীর নীতির প্রতিবাদে এবং বন্দী বিনিময়ের দাবিতে ব্যাপক বিক্ষোভ করে।
নেতানীয়াহুর বিরুদ্ধে এবং গাজা উপত্যকায় প্রাণ পৌঁছানোর দাবিতে সমাবেশ করেছে, তবে যে রূপ ছবিতো প্রকাশ্য যে পুলিশের মাধ্যমে তাদের এই কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে।
Your Comment